শীতকালে চুলের যত্ন ( Best here care solution)

 শীতকালে চুলের যত্ন ( Best here care solution)

শীতকাল মানে প্রকৃতি শুষ্ক হওয়া আর প্রকৃতির সাথে সাথে চুলও শুষ্ক হয়ে যায় তাই চুলের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন বলা হয় মুখের অর্ধেক সৌন্দর্য নির্ভর করে চুলের উপর তাই চুলের যত্ন নেওয়া আমাদের বিশেষ কর্তব্য সঠিক যত্নের মাধ্যমে আমরা তীব্র শীতকালের মাধ্যমে চুলের সৌন্দর্য ঠিক রাখতে পারি



শীতকালে চুলের যত্নে জেনে রাখুন কিছু টিপস

  • চুলে ব্যবহারের পণ্য সতর্কতার সাথে নির্বাচন করুন।
  • চুল ফেটে যাওয়ার সমস্যা দেখা দিলেই দেরি না করে ছেটে নিন।
  • শুষ্ক চুলে নিয়মিত কন্ডিশনার ব্যবহার করুন।
  • হট অয়েল ম্যাসাজ শুষ্ক চুলের জন্য অত্যন্ত উপকারী।
  • সপ্তাহে একদিন অন্তত শুষ্ক চুলে ডিপ কন্ডিশনিং ট্রিটমেন্ট করা উচিত।
  • শুষ্ক ও রুক্ষ চুলের জন্য টক দই অত্যন্ত উপকারী।
  • খুশকি কমানোর জন্য শ্যাম্পু করার আধাঘন্টা আগে চুলের গোড়ায় সিরকা ম্যাসাজ করুন।
শীত মোটামুটি জেকে বসেছে এই সময় নিজেকে সুন্দর রাখতে আপনার রূপচর্চার গুরুত্বপূর্ণ অংশ হল চুল। চুলের মসৃণতা ধরে রাখতে শীতের শুরু থেকেই চাই বিশেষ পরিচর্যা নয়তো শীতের রুক্ষ প্রকৃতি আমাদের চুলকে রুক্ষ করে তুলবে। শীতের সময় বাতাসের আদ্রতা কমে যায় এবং ধুলা বালির অনেক চুল দেখায় উসকা খুশকো। তীব্র শীত থেকে বাঁচতে আমরা গরম পানিতে গোসল করি এতে চুল রুক্ষ হয়ে যায় শুধু তাই নয় এ সময় চুল পড়া, চুলের আগা ফাটা, খুশকি ইত্যাদি সমস্যা বেড়ে যায়।

খাদ্যাভ্যাস চুলের জন্য কতটা উপযোগী চলুন জেনে নেয়

খাদ্যাভ্যাস একটি বড় ভূমিকা পালন করে চুলের সুরক্ষায়। তাই প্রচুর পরিমাণ পানি পান করুন। বেশি করে পানি এবং ফলের রস খান। পাকা পেঁপের রস চুল পড়া রোধে সাহায্য করে এছাড়াও অ্যালোভেরা জেল চুল পড়া রোধ করে। শীতকালীন ফল ও সবজিতে পানির পরিমাণ যেগুলোতে অনেক অংশ বেশি সেগুলো খাওয়া জরুরী যেমন লাউ শসা ইত্যাদি।

চুলের যত্নে আমাদের যে যে সতর্কতা মেনে চলা উচিত

চুলে হেয়ার ড্রায়ারের ব্যবহার

চুল শুকানোর জন্য আমরা অনেকেই হেয়ার ড্রায়ার ব্যবহার করি এতে চুল পড়ে যাবার সম্ভাবনা অনেক বৃদ্ধি পায় কেননা হেয়ার ড্রায়ার মাথার ত্বক কে অতিরিক্ত শুষ্ক তরে তোলে।ফলে খুশকির সমস্যা দেখা দেয় আরে খুশকির কারণে চুল অনেকটাই পড়ে যায়। এদিকে আমাদের সচেতন থাকা অনেক গুরুত্বপূর্ণ।

শীতকালে চুলের জন্য কন্ডিশনার অত্যন্ত জরুরী

চুলে পুষ্টি যোগাবে এমন কন্ডিশনার আমাদের বেছে নেওয়া উচিত। মসৃণ ও জটমুক্ত চুলের জন্য কন্ডিশনার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার মাখিয়ে পাঁচ মিনিট রেখে হালকা গরম পানিতে ধুয়ে ফেলতে হবে এতে চুল হবে উজ্জল ও মসৃণ।

শীতে চুলের যত্নে হেয়ার প্যাক ব্যবহার

১ টেবিল চামচ নারিকেল তেলের সাথে অ্যাভোকাডো এবং কলা মিশিয়ে নিন। এরপর চুলে লাগিয়ে এক ঘন্টা রেখে দিন। এক ঘন্টা হয়ে গেলে শ্যাম্পু দিয়ে চুল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিবেন।

মেথি ও আমলকি

মেথি ও আমলকি সারারাত পানিতে ভিজিয়ে রেখে পরেদিন বেটে চুলে লাগান।এতে চুল হবে উজ্জ্বল ও মসৃণ


Enter

Fahmida

Open photo
Enter

Fahmida

Enter

Fahmida

Enter

Fahmida

Enter

You sent

Enter

You sent

Audio call
00:43
Enter

Fahmida

Video chat
8 mins
Enter

Fahmida

Open photo
Enter

Fahmida

Open photo
Enter

Fahmida

Enter

Fahmida

Audio call
2 mins
Enter

Fahmida

Seen by Fahmida Toma at 00:54
Enter
চুলের যত্নে অ্যালোভেরা জেল
Enter

Fahmida

Open photo
Enter

Fahmida

Enter

Fahmida